ষ্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে বেশ কিছুদিন পূর্বে সদাবরী গ্রামের কিতাবের ছেলে সোহেলের ভুট্টা লাগিয়ে দেয় খোকনের ছেলে মিকাইল।যার কারনে সোহেল তাদের টাকাও পরিশোধ করে।জানা গেছে মিকাইল গতকাল রোববার সন্ধ্যার সময় সোহেলকে গালি দেয় যার কারনে সোহেল তাকে একটা চড় মারে। এর ধারাবাহিকতায় সদাবরী গ্রামের কবরস্থানপাড়ার আলালের ছেলে হাসিফুল ও মজিদের ছেলে আরিফুল গতকাল রোববার সন্ধ্যার দিকে সদাবরী গ্রামের কিতাবের ছেলে সোহেলের কলার চেপে ধরে মারধর শুরু করে তুহিনের দোকানের ভিতরে। এসময় তুহিন তাদের মারামারি করতে বারন করলে তারা তুহিন কে বেধড়ক মারপিট সহ তার দোকানে থাকা গরু বিক্রির ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেই বলে অভিযোগ করে তুহিন।ঘটনার সময় হাসিফুল চিৎকার দিয়ে রজব আলীর গাইনের ছেলে তার পিতা আলালউদ্দীন, চাচা শরিফুল কে ডাক দিলে তারা এসে সোহেল ও আলী ফকিরের ছেলে তুহিনকে আরো বেধড়ক মারপিট করে।এসময় এলাকার লোকজন তাদের থামাতে গেলে তারাও এদের হাতে লাঞ্চিত হয়।এ ঘটনায় সোহেল দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে।ঘটনা ঘটিয়ে সুচুতুর আরিফ পলাতক রয়েছে।অনেকে নাম না প্রকাশ করার শর্তে বলেন আরিফ খুবই পন্ডিত ও খারাপ প্রকৃতির ছেলে। সে এলাকায় থাকা অবস্থাতেই মানুষের সাথে খুব খারাপ আচরন করতো। বর্তমানে সে ঢাকায় থাকে। সে ও তার পরিবারের লোকজন সহ শরিফুলদের টাকা থাকায় তারা টাকার বড়াই করে।আর বলে লাখ টাকা যায় যাবে তবে কারো ছাড় নেই।বর্তমানে আরিফ ঢাকায় চাকরি করে।সে নিজেকে বাঁচাতে ঘটনার পর থেকেই পলাতক আছে।সে ঐ রাতেই ঢাকায় পালিয়েছে বলে জানিয়েছেন অনেকে।গ্রামবাসীর অনেকে বলেন ওদের খুব টাকার গরম। একটু টাকার গরম ভাঙ্গার দরকার আছে আরিফ ও শরিফুলদের।এ বিষয়ে জানতে শরিফুলের সাথে কথা বললে তিনি জানান আমরাও মার খেয়েছি।