নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুরে শিশু সুমাইয়া খাতুন ধর্ষন ও শ্বাসরোধ করে হত্যার প্রতিবাদে ফাঁসির দাবীতে বিক্ষোভ, মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে তার সহপাঠী বিভিন্ন সংগঠন ও এলাকার সাধারন জনগন পারকৃষ্ণপুর প্রধান সড়কে বিক্ষোভ প্রদক্ষিন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন, পারকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরতী হালসোনা, পারকৃষ্ণপুর- মদনা ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম,দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি হারুন-অর-
রশিদ, চুয়াডাঙ্গা জেলা লোকমর্চার সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম।