কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা ৭’শ২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারকে
গ্রেফতার করেছে র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি দল। সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর পূর্ব পাড়া এলাকা থেকে আটক করেছে। আটককৃতরা হলো- চাঁনপুর এলাকার মৃত টুনু মিয়ার
পুত্র মাইন উদ্দিন ওরফে শুক্কুর (৩২), মৃত ইয়াকুব আলীর পুত্র শরিফুল ইসলাম ওরফে তানিম (২৫) ও মঞ্জুর মোর্শেদের পুত্র রিয়াজ মোর্শেদ ওরফে বিকি।
র্যাব জানায়- র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুর বেলা র্যাব-১১, কুমিল্লা সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন চাঁনপুর পূর্বপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় ৭’শ ২৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। এ সময় ৬টি মোবাইল ফোন, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৩’শ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামীরা
দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। কুমিল্লা সিপিসি-২ কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান- সোমবার দুপুরে চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।