নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় অবৈধ অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত পৌনে ১০টার দিকে কালিয়ার
কাঞ্চনপুর গ্রামের বুলু শেখের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন- পুরুলিয়া গ্রামের জান্নাত সরদারের ছেলে নয়ন সরদার (৩০) ও মিনারুল শেখের ছেলে জাহিদুল শেখকে (২৮)। কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশী তৈরি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
এঘটনায় অস্ত্র আইনে কালিয়া মামলা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।