জ্যেষ্ঠ প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় সংসদের বগুড়া-১ আসনের (সারিয়াকান্দি-
সোনাতলা) সংসদ সদস্য আব্দুল মান্নান (৭০) এর নামাজের জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৮টার দিকে তিনি ল্যাবএইড হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি। এর আগে বৃহস্পতিবার রাত থেকে তিনি রাজধানীর ল্যাবএইড
হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল মান্নান বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় তার ধানমন্ডির বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পর পরিবারের লোকজন তাকে পপুলার হাসপাতালে নিয়ে
যায়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে দুপুর আড়াইটায় তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। কৃষিবিদ আব্দুল মান্নান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।