নিজস্ব প্রতিবেদকঃ জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুন গ্রামের সিদ্দিকের ছেলে বহু বিবাহের হোতা মিল্টনের বিরুদ্ধে অন্তসত্তা স্ত্রীকে শারিরিক নির্যাতন করে বাড়ি থেকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে।জানা গেছে,নওগা জেলার মান্দা থানার কুসুমবা গ্রামের আ:সামাদের কন্যা রিক্তার সাথে অন্তর গার্মেন্টেসে কাজ করার সুবাধে পরিচয় হরিশচন্দ্রপুর নতুন গ্রামের সিদ্দিকের ছেলে মিল্টনের সাথে।মিল্টন তাকে রিক্তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিবাহ করেবিবাহের পর মিলটন রিক্তাকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতে থাকে। পরে আবারো তাকে ঢাকায় নিয়ে যায় মিলটন সেখান মিলটন কিছুদিন থেকে রিক্তাকে ফেলে বাড়ি চলে আসে।শেষমেষ অসহায় রিক্তা ছুটে আসে নতুনগ্রামে স্বামীর বাড়ি।গতকাল শনিবার মিল্টন তার স্ত্রীকে বেধড়ক মারপিক করে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়।অসহায় রিক্তা এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।