কার্পাসডাঙ্গা অফিস:জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের ভৈরবনগর পাড়ার তাহের আলী ছেলে রমজান,শামসুদ্দীন গংয়ের বিরুদ্ধে একই পাড়ার এক পরিবারের শরিকানার জমি জোরপূর্বক ভোগ দখলের অভিযোগ উঠেছে।জানা গেছে তাহেরের ৭ ছেলে ও ৩ মেয়ে আছে।তাহেরের কন্যা আনোয়ারা খাতুন তার শরিকানা জমি বুঝে না পেয়ে রমজান ও শামসুদ্দীন গংয়ের বিরুদ্ধে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে ২০০১ সালে মামলা দায়ের করে। যা আজ পর্যন্ত নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন আনোয়ারা।মামলাটি বর্তমানে এখনো চলমান রয়েছে। তিনি জানান তার মামলার বিদীরারা মামলার তারিখে বিভিন্ন সময়ে সময় নিয়ে নিয়ে আজ দীর্ঘ ১৯ বছর এভাবে মামলাটা চালিয়ে নিয়ে বেড়াচ্ছে।আমরা চাই তাদের যা কাগজপত্র আছে তা তারা বিজ্ঞ আদালতে পেশ করুক।বিজ্ঞ আদালত যে রায় দেবেন তা আমরা মেনে নেব।তারা তা না করে বিভিন্ন সময়ে গ্রামের মানুষের কাজে বিভিন্ন কাগজ দেখিয়ে বলছে জমি তাদের । এবং আমাদের নানান ভাবে হুমকি দিচ্ছে।তিনি আরো জানান বর্তমানে রমজান ও শামসুদ্দীন সহ বেশ কয়েকজন বিবাদী মিলে ভৈরবপাড়ার বড়বাগান ও পচা পুকুরের প্রায় ৫ একর জমি জোরপূর্বক ভোগ দখল করছে।এ বিষয়ে জানতে রমজান ও শামসুদ্দীন গংয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি