নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে শেখেরচর বাজার এলাকায় এক হাজার বোতল
ফেনসিডিল ও ২শ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ করেছে র্যাব-১১। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে নরসিংদীর শেখেরচর বাজারে মাদকবোঝাই প্রাইভেটকারটি আটক করা হয়। র্যাব-১১ এর সাব-ইন্সপেক্টর টিটু বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর এডিশনাল এসপি আলেপ উদ্দিনের নেতৃত্বে টহলে নামে র্যাব সদস্যরা। এ সময় তারা একটি প্রাইভেটকারকে ধাওয়া করে নরসিংদীর শেখেরচর বাজারে এসে মাদক বহনকারী গাড়িটি আটক করতে সক্ষম হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।’ এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার বোতল ফেনসিডিল ও ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তদন্তের স্বার্থে এখনই মাদক
কারবারিদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি অবগত নন বলে জানান।