জাগো – দেশ, প্রতিবেদকঃ শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের স্বদেশ প্রত্যাবর্তন দিবস জাঁকজমকভাবে খুলনায় পালিত হচ্ছে। খুলনা জেলা স্টেডিয়ামে শুক্রবার (১০ জানুয়ারি) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে, কাউন্টডাউন প্রথম প্রহরে মুজিববর্ষ’ সূচনা করা হয়।
‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের’ ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জাতীয় সংগীত পরিবেশন করা।হয়।

বঙ্গবন্ধুর জন্মসাল ১৯২০ সংখ্যাকে গুরুত্ব দিয়ে ১৯২০ শিশু বঙ্গবন্ধু ও খুলনা অঞ্চলের সকল মুক্তিযোদ্ধা মুজিবকোট পরে একসাথে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ করেন। এ সময় উপস্থিত সকলে দেশ ও জাতিকে এগিয়ে নিতে খুলনা দুই
আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েলের নেতৃত্বে শপথ পাঠ করেন। পরে ১৯২০ জন আলেম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট ১৯৭৫-এ তার পরিবারের শহীদ সদস্যদের এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ
শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা জেলা ও মহানগরীর ১৯টি জনবহুল স্থানে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনার কাউন্টডাউন যন্ত্র স্থাপন করা হয়েছে। বিকেল তিনটায় ঢাকা জাতীয় প্যারেড স্কয়ারে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার খুলনার শহীদ হাদিস পার্কে প্রদর্শন করা হবে।