মানুষের মন

কবিঃআশিকুর রহমান জনি
মানুষের মন সে তো পরিবর্তনশীল,
পাখির মতো সে যেন উড়ন্ত
এক চিল।
আশ্চর্য মানুষের মন যেন ছুটন্ত এক তীর,
কখনো স্থির থাকে কখনো বা অস্থির।
একবার বলে টক, অন্যবার মিষ্টি,
আশ্চর্য মানুষের মন বিধাতার সৃষ্টি।
বাতাসের চেয়েও বেগে ছুটে এই মন,
যা ইচ্ছে করে তাই যখন তখন।
পড়তে বসলে মন থাকে খেলার মাঠে,
হেঁটে গেলে মন থাকে নদীর ঘাটে।
ভালো কাজ করতে গেলে খারাপ দিকে মন,
এরকম মানুষের জয় হবেনা কখন।
মনকে যে আনতে পারে নিজের বসে,
সর্বদিকে হবে জয় তার অবশেষে।