মেহেদী হাসান মিলন, জাগো দেশ প্রতিবেদকঃ দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সুকুমার বিশ্বাসের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আকিবুল ইসলাম (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার দুপুরে তাকে দামুড়হুদার পারকৃষ্ণ-পুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামস্থ যুগ্ন মাঠ ক্যানেলের ধারে হরিশ্চন্দ্রপুর পাকা রাস্তার উপর থেকে করে পুলিশ।
দামুড়হুদার পারকৃষ্ণ-পুর মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের মাঠের ক্যানেলের ধারে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে এসআই মিল্টন সরকার ও এএসআই কুদ্দুস আলী সঙ্গী ফোর্স সহ অভিযান চালায়। অভিযানে হরিশ্চন্দ্রপুর ক্যানেলের ধারে পাকা রাস্তার উপর আকিবুল ইসলাম নামের এক যুবকের দেহ তল্লাশি করে ২০৫ পিছ ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হই। আটককৃত আকিবুল দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামের ঈস্রাফিল হোসেনের ছেলে। পুলিশ আরো জানায় মাদক ব্যবসায়ী আকিবুল দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা করে আসছিল। আকতকৃত আকিবুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।