জাগো দেশ, বিনোদন প্রতিবেদকঃ কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী মিথিলার প্রেমের গুঞ্জন বছর খানেক ধরে শোনা যাচ্ছে। তাদের এই সম্পর্ক এখন আরও গাঢ় হয়েছে। জানা গেছে, ফেব্রুয়ারীর ২২ তারিখ তারা বিয়ের পিঁড়িতে বসছেন। ‘টাইমস অফ ইন্ডিয়া’কে তাদের ঘনিষ্ঠ মহল জানায়, মিথিলার সঙ্গে সামনের বছরেই বিয়ে হচ্ছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিক হয়েছে। যদিও এ বিষয়ে সরাসরি তারা কেউই কথা বলতে রাজি নয়। শোনা যাচ্ছে, দুই পরিবারই বিয়ের প্রস্তুতি নিচ্ছে। সে কারণে চলছে কেনাকাটা।