জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট পৌর আওয়ামী লেিগর ত্রি-বার্ষিক সম্মলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলের নেতাকর্মীদের আলোচনায় ঐক্যমতের ভিত্তিতে শেখ বশিরুল ইসলামকে পুনরায় সভাপতি এবং ইবনে মিজান হিরুকে সাধারন সম্পাদক হিসাবে ঘোষনা করা হয়। এই কমিটি আগামী তিন বছরের জন্য একটি পূণাঙ্গ কমিটি উপহার দেবে।
এর আগে বুধবার দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে সম্মেলনের উদ্ভোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লেিগর সহ সভাপতি শাহী আলম বাচ্চু। বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী সদস্য আমিরুল আলম মিলন। সভায় অনাণ্যেও মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়,বাগেরহাট জেলা পরিষদেও চেয়্যারম্যান শেখ কামরুজ্জামান টুকু,পৌর মেয়র খান হাবিবুর রহমান,জেলা আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজান হিরু জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দীন হায়দার প্রমুখ।বক্তারা বলেন,বর্তমান আওয়ামী লীগ সরকার জনগনের সার্থ রক্ষায় সদা তৎপর। এ সরকার জনগনের বাইওে কোন কিছুই চিন্তা করেনা। জনগনের সার্বিক উন্নয়নই এ সরকারের মূল লক্ষ্য। বক্তারা র্আও বলেন, দলীয় মতাদর্শকে আটুট রেখে সরকারের হাতকে শক্তশালী করতে হবে। এ সময় বাগেরহাট পৌরসভার আওতাধীন সকল ওয়ার্ডের নেতা কর্মী উপস্থিত ছিলেন।