স্টাফ রিপোর্টারঃ মাশরাফির অনুরোধে নড়াইলে রাইড শেয়ারিং সংস্থা পাঠাওয়ের পক্ষ থেকে চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) নড়াইল-যশোর মহাসড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।
হেলমেটবিহীন পাঁচশ’ মোটরসাইকেল চালকদের মাথায় তিনি হেলমেট পরিয়ে দেন। জেলা প্রশাসন ও পাঠাওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল চালকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় পাঠাও কর্তৃপক্ষ।