নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ীয়া থেকে ৮০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ৬।সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন আকন্দবাড়ীয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার করেন। অভিযানের সময় আকন্দবাড়িয়া মোড় লাবুর মুদি খানার দোকানের সামনে রাজাপুর বিওপি গামী পাকা রাস্তার উপর থেকে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ উজ্জল মোল্লা (৩০), পিতা- মোঃ দাউদ মোল্লা, সাং- গোবিন্দপুর, থানা-আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত নিকট হতে ৮০ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল সেট এবং ১ টি সীম কার্ড উদ্ধার করে র্যাব-৬। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা হয়েছে।