নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলা জীবননগরের মনোহরপুর মাঠ থেকে ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। সোমবার সন্ধ্যায় বিজিবি মাদকবিরোধী অভিযানটি চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে। খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।