খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে
খালিশপুর ব্যাটালিয়নের অধিনস্থ জীবননগর বিশেষ ক্যাম্পের সদস্যরা জীবননগর পৌর এলাকার শাপলাকলি পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী শামীমকে গ্রেফতার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী শামীমকে জীবননগর থানায় সোপর্দ করেন বিজিবি।