themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

চুয়াডাঙ্গায় শিল্পকলা একাডেমি ভিন্ন আয়োজনে ‘শরৎ- আবাহন

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ‘শরৎ আজি বাজায় এ কী ছলে, পথ ভোলানো বাঁশি’ প্রতিপাদ্যে ভিন্ন আয়োজনে শরৎ-আবাহন করেছেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নওরোজ মোহাম্মদ সাঈদ বলেন, ‘শরতের বার্তা নিয়ে আমাদের মধ্যে শিউলি আসে, আসে কাশফুল। প্রকৃতিতে কী অসাধারণ সুন্দরের হাতছানি। কিন্তু সেই অনুভূতিগুলো দিন দিন কেমন জানি মলিন হয়ে যাচ্ছে। এক অন্য রকম আনন্দের আবাহন নিয়ে আমাদের মধ্যে শরৎ আসে। শরতের এ আনন্দ-আবাহন সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। এটাই প্রত্যাশা’। স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক লায়লা শিরিন বলেন,শুভ্রতা ছড়াতে আবারও এল শরৎকাল। শরতের মুগ্ধতায় সেজেছে প্রকৃতি। ষড়ঋতুর বাংলাদেশে ঋতুর পালাবদলে প্রকৃতির ন্যায় মানুষের মনও প্রশান্তি পায় শরতে। এরপর শরৎ-কথন বন্দনা করেন ফিরোজা খাতুন, আবৃত্তি করেন আনছার আলী ও শান্ত। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন
রবীন্দ্র সংগীত শিল্পী মাহমুদা জামান পলি, রাবেয়া মৌসুমি, মাইমুনা জান্নাত মেধা, জয়নব পুতুল, সিনথিয়া আক্তার রিমি, শাওন কুমার রায়, মিম, আসাবুল হক, লায়লা শিরিন ও অতিথি শিল্পী রকিবুল হাসান রবিন। এর আগে বুয়েট শিক্ষার্থী প্রয়াত আবরার ফাহাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সব শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক কর্মী হিরন উর রশিদ শান্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel