মেহেদী হাসান মিলন,( বার্তা সম্পাদক) জাগো দেশ,প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সাড়ে ৪ বিঘা ধানগাছ জঙ্গলমারা বিষ দিয়ে পুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে
জানা গেছে দীর্ঘদিন ধরে বুইচিতলা গ্রামের মৃত হামিদ গাইনের ছেলে আলী গাইন মেম্বর গংয়ের সাথে একই গ্রামের বজলু গাইনের ছেলে মিজানুর গাইন গংয়ের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।এর পূর্বেও শত্রুতার জের ধরে বেশ কয়েকবার বিভিন্ন ফসল পুড়িয়ে দেয় মিজানুর গং।গত মঙ্গলবার ও আলী গাইন গংয়ের সালকের বিলে আবাদ কৃত ২ বিঘা ১০ কাঠা ধানগাছ ও জেহালার বিলে আবাদ কৃত ২ বিঘা ধানগাছ পুড়িয়ে দেয় মিজানুর গং।এ বিষয়ে আলী গাইন জানান মিজানুর গং এর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।তারা বেশ কয়েকবার আমাদের আবাদ কৃত বিভিন্ন ফসল পুড়িয়ে দিয়ে ব্যাপক ক্ষতি সাধিত করেছে।তাদের বিরুদ্ধে এ বিষয়ে মামলাও চলছে।আবারো তারা পূর্ব শত্রুতার জের ধরে ফসলের ক্ষতি করলো।তিনি আরো জানান মিজানুর,লালু গাইনের ছেলে রায়হান,আশাদুল,তৈমুর,রায়হানের ছেলে আকাশ আশাদুলের ছেলে পান্না বারবার এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে।এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।এ বিষয়ে জানতে মিজানুর গংয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।