মেহেদী হাসান মিলন(বার্তা সম্পাদক):চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় চার্চ অব বাংলাদেশ (ক্রাইষ্ট চার্জ) এর পালক পুরোহিত রেভা: জেমস ফিলিপ বিশ্বাসকে মারধরের ঘটনা ঘটেছে।জানা গেছে গত মঙ্গলবার রাতে ধর্মীয় উপাসনা শেষ করে গীর্জা কমিটির নেতৃবৃন্দ মিটিংয়ে বসে।মিটিংয়ে অমর মন্ডলের ছেলে কমিটির সদস্য বাবুল মন্ডল উপস্থিত না থাকায় বল্লভপুরে হতে যাওয়া আগামী ১১ তারিখে ডিনারী মিটিংয়ে ৬ জনের কমিটিতে তার নাম বাদ পড়ে ।এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে গীর্জার উপাসনালয় শেষ করে পালক পুরোহিত রেভা:জেমস ফিলিপ বিশ্বাস বের হওয়া মাত্রই অমরের ছেলে বাবুল মন্ডল পালক পুরোহিতকে কিছু কথা আছে বলে গীর্জার ভিতরে ডেকে নেই ।রেভা:জেমস ফিলিপ বিশ্বাস জানান এ সময় বাবুলের সাথে ছিল আকু মন্ডলের ছেলে বাবলু,প্রদ্যুৎ বিশ্বাসের ছেলে প্রকৃতি বিশ্বাস বকুল,মধু মন্ডল,লন্টু মোল্লার ছেলে ইন্দ্রজিৎ বিশ্বাস বুদু মোল্লা,পারুন সরকারের ছেলে সুদিন সরকার,জনসু তুবরীর ছেলে জয়ন্ত মন্ডল রবি, কথা বলার এক পর্যায়ে পালক পুরোহিত কে মারধর করে লাঞ্চিত করে বাবুল।ঘটনার খবর পেয়ে সাথে সাথে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন ও পালক পুরোহিত সহ ঘটনাস্থলে থাকা লোকজন ও গ্রামবাসীর সাথে কথা বলেন।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এবং কার্পাসডাঙ্গা মিশন পল্লীতে পুরোপুরি শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রনে রয়েছে।দামুড়হুদা মডেল থানায় আওতাধীন এলাকায় কোন প্রকার অস্থিতিশীল ঘটনা বরদাশত করা হবেনা বলেও জানান তিনি।আরো বলেন অপরাধীরা কেউ পার পাবেনা। ২৪ ঘন্টার ভিতর ঘটনার সাথে জড়িত অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হবে ।এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই সাইফুল ইসলাম,এ এস আই রোমেন সরকার সহ সঙ্গীয় ফোর্স।