নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে ১৪৮ নয়, ১৭০ রান করা লাগবে বাংলাদেশকে। ইনিংস শুরুর আগে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার জানান, ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৪৮। খেলা যখন শুরু হলো, তখন টিভি ধারাভাষ্যকাররা বলছিলেন, ১৬ ওভারে ১৪৮ রানের লক্ষ্য তারা শুনতে পাচ্ছেন, কিন্তু নিশ্চিত নন।
বাংলাদেশ দলের টার্গেট নিয়ে ধন্দে পড়ে যান ম্যাচ সংশ্লিষ্টরা। এ কারণে বাংলাদেশের ইনিংস ১.৩ ওভার হওয়ার পর দ্বিতীয়বারের মতো খেলা বন্ধ করা হয়। ম্যাচ রেফারির কক্ষে দেখা গেল তৎপরতা। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে জানানো হলো, ১৬ ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৭০।
দ্বিতীয়বারের মতো বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ড ৫ উইকেটে ১৭৩ রান করে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ওভার কমে যাওয়ায় নিউজিল্যান্ড আর ব্যাটিং করার সুযোগ পায়নি। প্রাথমিকভাবে জানানো হয়েছে সিরিজ হার আটকাতে ১৬ ওভারে ১৪৮ রান করতে হবে বাংলাদেশকে। কিন্তু ভুল শুধরে লক্ষ্য বদলানো হয়েছে। বাংলাদেশকে ১৭০ রান করতে হবে আজ।