নিউজিল্যান্ড সফরে প্রথম জয়ের দেখা পেতে নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের সামনে লক্ষ্য ১৬ ওভারে ১৪৮ রান। বৃষ্টির কারণে দুই দফা খেলা বন্ধ হওয়ায় এ পরিবর্তিত লক্ষ্য দেওয়া হয়েছে বাংলাদেশকে। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেতে ওভারপ্রতি ৯ রানের বেশি করতে হবে টাইগারদের।
দ্বিতীয়বারের মতো বৃষ্টির আগে বিরতি চলছে নেপিয়ারে। বৃষ্টি থামিয়ে দেওয়ার আগে ৫ উইকেটে ১৭৩ রান করে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ওভার কমে যাওয়ায় নিউজিল্যান্ড আর ব্যাটিং করার সুযোগ পায়নি। প্রাথমিকভাবে জানানো হয়েছে সিরিজ হার আটকাতে ১৬ ওভারে ১৪৮ রান করতে হবে বাংলাদেশকে