স্টাফ রিপোর্টাঃ কুষ্টিয়ায় জুয়েল (৩৫) নামে এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে শহরের হাউজিং ডি- ব্লক এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। জুয়েল কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার জয়নাবাদ মন্ডল পাড়া এলাকার মিলনের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) নাসির উদ্দিন জানান, আজ সকালের দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকার মাঠের মধ্যে ওই যুবকের গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।