নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্রীয় সফরে আজ চুয়াডাঙ্গা আসছেন তথ্য ও যোগাযোগ
প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। আজ রোববার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে যশোরে পৌঁছাবেন তিনি। এরপর সেখান থেকে সড়ক পথে সাড়ে ১০টায় আসবেন চুয়াডাঙ্গা সার্কিট হাউসে। কিছু সময় যাত্রাবিরতির পর তিনি জীবননগর উপজেলার উথলীতে হাইটেকপার্ক নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবেন। এরপর বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইসিটি-সংশ্লিষ্ট জেলার সব কর্মকর্তা ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে সফরসূচি অনুযায়ী ঝিনাইদহের উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক