বুক ফাটা বোবা কান্না
মোঃওমর ফারুকঅধ্যক্ষএম,এস,জোহা কলেজ
আর বাঁচতে চাই নাআমি আর এদেশে।কেন? শুনবে তাহলে? মন-প্রাণ দিয়ে শোন।অনিয়মের ধুম্রজাল আচ্ছন্ন করেছেসৌভাগ্যের সূর্যটাকে।তাতে কী হয়েছে? নিস্কৃতির কোনো আশা নাইপ্রতিবাদের কোনো ভাষা নাইমুক্তির কোনো নেতা নাইঅমানিশির কোনো শেষ নাইসূর্যের কোনো দেখা নাই, আছে, আছে শুধু অভিশাপেরসকরুণ আর্তি।তাইতো বাঁচতে চাই নাআমি আর এদেশে।