স্টাফ রিপোর্টারঃ পাসপোর্ট হারিয়ে থানায় জিডি ও মাইকিং করেন প্রবাসী কালু খাঁ। সেই মাইকিং শুনে পাসপোর্ট পাওয়ার কথা জানিয়ে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা হাতিয়ে নেয় ফরহাদ হোসেন প্রকাশ রনি নামে এক যুবক। এরপরও পাসপোর্ট ফেরত না দিয়ে আরো পাঁচ হাজার টাকা দাবি করে সে। এবার প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পুলিশকে জানান ভুক্তভোগী প্রবাসী। এরপর রনিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রনি নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুরের মো. সালাউদ্দিনের ছেলে। সোমবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার আটমার্চিং মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ২৯ অক্টোবর রেয়াজউদ্দিন বাজার থেকে বাসায় ফেরার পথে পাসপোর্ট হারিয়ে ফেলেন কালু খাঁ। এ ঘটনায় থানায় জিডির পাশাপাশি রেয়াজউদ্দিন বাজার ও নিউ মার্কেট এলাকায় মাইকিং করেন তিনি। সেই মাইকিং শুনে কালু খাঁর চাচাতো ভাইয়ের মোবাইলে ফোন করে পাসপোর্ট পাওয়ার কথা জানিয়ে পাঁচ হাজার টাকা চায় রনি। পরে তাকে পাঁচ হাজার টাকা পাঠানো হলেও পাসপোর্ট দিতে গড়িমসি করে সে এবং আরো পাঁচ হাজার টাকা দাবি করে। রনির প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই প্রবাসী থানায় জানান। পরে টাকা দেয়ার কথা বলে ফাঁদ পেতে রনিকে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, জিজ্ঞাসাবাদে রনি পাসপোর্ট প্রতারণার কথা স্বীকার করেছে। কালু খাঁ তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।