নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী প্রদীপণ বিদ্যাপীঠ পরিদর্শন করেছেন। গতকাল সকাল ১০টার দিকে জেলা প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রতিটি ক্লাসে গিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ক্লাসে পাঠদান ঠিক মতো হচ্ছে কি না, তা জানতে চান। তিনি শিক্ষার্থীদের কাছ থেকে গল্প শোনেন। পরে তিনি নিজে গল্পললং ও ধাঁধা বলে ছাত্র-ছাত্রীদের আনন্দ দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগম, ক্রীড়া শিক্ষক সরোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সহসভাপতি আমজাদুল ইসলাম চঞ্চল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।