জানা গেছে, ভারতের সীমান্তের অভ্যন্তরে ৭৪ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে গাংপাড়ার তাড়– মন্ডলের ছেলে ও গরু ব্যবসায়ী। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে নাজিম উদ্দীনসহ ৬/৭ জন গরু আনার উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতার পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ তাদেরকে দেখে ফেলে এবং গুলি চালায়। এ সময় বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও নাজিম উদ্দীন ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী ৫৮ বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার রেজাউল করিম জানান, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত এখনই বলতে পারছি না।