শাহরিয়ার কবির ব্যুরো চিফ খুলনাঃ- আগামীকাল ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।নির্বাচনে ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, দুই প্লাটুন বিজিবি, ৪ সেকশন কোষ্ট গার্ড ও র্যাবের দুটি টিম দায়িত্ব পালন করবে,বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উল্লেখ্য পাইকগাছা’র ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে পাইকগাছা উপজেলা গঠিত।মোট ৭৯টি কেন্দ্রে ২ লাখ, ১৯হাজার ৭১৬ ভোটার।গত ১৭ জুলাই গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু নৌকা ও উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০ তারিখ সন্ধ্যা বেলা কে হাঁসবে বিজয়ের হাঁসি সেটাই এখন দেখার অপেক্ষা!