শাহরিয়ার কবির ব্যুরো চিফ খুলনাঃ-মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৭৪ টি ফলজ বনজ ও ঔষধী বৃক্ষরোপণ করেছে পাইকগাছা উপজেলা ছাত্রলীগ। সোমবার বিকাল ৩ টায় শহীদ এম এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস,শহীদ এম এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আফি আজাদ বান্টি,উপজেলা ছাত্রলীগ পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, মিঠুন দেবনাথ, সাহেব আলী, মুক্ত অধিকারী, নাঈম ইসলাম, প্রসেনজিৎ ঢালী, রামকৃষ্ণ বাছাড়, শাহবাজ আলী, শাহিন আলোম, দ্বিজেন্দ্রনাথ মন্ডল, ফয়সাল আহমেদ জনি, জয় মন্ডল মার্টিন, আকাশ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্হিত বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের গরীব, দুঃখি, মেহনতি মানুষ তথা সমগ্র বাংলাদেশকে বটবৃক্ষের মতো ছায়াতলে রেখেছেন। এর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা দেশরত্নের জন্মদিন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি।