খন্দকার শাহ আলম মন্টু,আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গার শিক্ষক মোঃজামিরুল ইসলাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে তালবীজ রোপন অব্যাহত রেখে চলেছেন আলমডাঙ্গার শিক্ষক জামিরুল ইসলামের তালবীজ রোপন কার্যক্রম দৃষ্টান্ত অব্যাহত রেখে চলেছেন। ২৮ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫ টার দিকে বাদেমাজু-ছত্রপাড়া রোডে রাস্তার দু’পাশে এ তালবীজ রোপন করেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের মরহুম জালাল উদ্দীন খান ও মরহুমা হালিমা খানমের ছেলে ও বৈদ্যনাথপুর-হারদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি। তিনি একজন বৃক্ষ প্রেমিক ও বটে। এছাড়াও তিনি গত ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর প্রায় ৩ শত তালবীজ রোপন করেছিলেন। তারই ধারাবাহিকতা বজায় রেখে গতকাল প্রায় ১শত তালবীজ রোপন করেছেন। এসময় তিনি বলেন আমি একজন বৃক্ষ প্রেমিক হিসেবে বজ্রপাত, শীলাবৃষ্টি,ক্ষরা থেকে রক্ষা পেতে এ কাজ করছি। ভবিষ্যতে ও এ তালবীজ রোপন কার্যক্রম চালিয়ে যেতে চাই। আমি যতদিন বেঁচে আছি এমনিভাবেই গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা অবধি পুরো দেশ জুড়ে বৃক্ষ রোপন করে সবুজ বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আমার এ তালবীজ রোপন করা। সে হিসেবে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন উপলক্ষে আমার এ বৃক্ষরোপন উৎসর্গ করলাম। তালবীজ রোপনকালে সহযোগিতা করেছেন নাঈমুল ইসলাম খান নাঈম। এসময় উপস্থিত ছিলেন হান্টু বিশ্বাস, আনিসুর রহমান আনিস,আব্দুস সালাম, মিন্টু মিয়া,শিপন মিয়া প্রমুখ।