হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে সভা কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদযাপন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বরে সকাল ১১ টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান এর সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভার কার্যক্রম শুরু করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, ভার্চুয়ালে অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক, জেলা তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম, জেলা মার্কেটিং অফিসার মো : সহিদুল ইসলাম, ,চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ছিদ্দিকুর রহমান, সাংবাদিক সানভী সহ জেলা পর্যায়ের কর্মকর্তা, গন্য মান্য ব্যাক্তি বর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।