নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত, চালক গ্রেফতার ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে প্রাইভেটকারের ধাক্কায় রমিজ উদ্দিন (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন হলিধানী গ্রামের মৃত রজব আলীর ছেলে। ঝিনাইদহ সদর থানার এস আই বকতিয়ার হোসেন বলেন, বিকেলে বাড়ী থেকে বাইসাইকেল যোগে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন রমিজ উদ্দিন। পথে হলিধানী বাজারে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রাইভেট কার ও চালক মুন্না মোড়লকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাইভেট চালক মুন্না মোড়লের বাড়ী খুলনার দৌলতপুরে।