একরাতেই আলমডাঙ্গা বক্সিপুর গ্রাম থেকে ২ কৃষকের ৪টি গরু চুরি
Reporter Name
/ ১৮২
বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম :
বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০৫:৩০ অপরাহ্ন
শেয়ার করুন
জাগো দেশ, জনপ্রিয় অলনাইন নিজস্ব প্রতিবেদকঃ আলমডাঙ্গা বক্সিপুর গ্রামের ২ কৃষকের ৪টি গরু চুরি করে নিয়ে গেছে গরু চোর সিন্ডিটের সদস্যরা। ২৫ জুন দিবাগত গভীর রাতে গ্রামের আব্দুল মান্নান আলী ও কালু মন্ডলের গরু ৪টি চুরি নিয়ে।যায়।
জানাগেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে আব্দুল মান্নানের একটি এড়ে ও একটি বকনা এবং একই গ্রামের চান্দ আলীর।ছেলে কালু মন্ডলের ২টি গরু চুরি করে নিয়ে গেছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের