হাফিজুর রহমানঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে করণীয় সম্পর্কে জেলা প্রশাসক চট্টগ্রাম আয়োজিত জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় বৈঠকে বক্তব্য রাখছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো মোস্তফা কামাল উদ্দিন। সভায় চট্টগ্রাম বিভাগীশ কমিশনার একে আজাদ, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি পুলিশ কমিশনার মাহবুবর রহমান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।