নীলফামারী প্রতিনিধিঃ জুলাই ০৯,২০২০ ৯২ বোতল ফেন্সিডিলসহ মাহফুজুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার মধ্যরাতে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা এলাকা থেকে তাকে আটক করা হয়। মাহফুজুল একই উপজেলার আচোলকোল এলাকার রশিদুল ইসলামের ছেলে। র্যাব নীলফামারী ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় যুবকের কাছ থেকে। বিষয়টি নিশ্চিত করে ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, এ ব্যাপারে বিরামপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। রাতেই তাকে সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েছে।