টাঙ্গাইল প্রতিবেদকঃ টাঙ্গাইলে প্রতিদিনিই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। আর এতে জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। জেলায় নতুন করে আরো ১৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৫২ জনে। নতুন আক্রান্তদরে মধ্যে সদর উপজলোয় ৪ জন, কালিহাতী ৩ জন, সখীপুর ১, ঘাটাইল ১, নাগরপুর ১, মধুপুর ৩, মির্জাপুর ২ জন রয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র বলেন, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ১৫ জন করোনায় আক্রান্ত হয়। এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট ১৮ জনের মৃত্যু হয়। সূত্র আরো জানায়, জেলায় এপ্রলি মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন এবং জুলাই মাসে (আজ র্পযন্ত) ২৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক করোনায় আক্রান্তরে সংখ্যা বাড়ছে। নতুন আক্রান্ত ১ জনের মৃত্যু হয়। গত ৬ জুলাই করোনার উপসগ নিয়ে হাসপাতালে এক ব্যক্তি মারা যায়। পরে তার নমুনা সংগ্রহ করা হলে আজ পজেটিভ আসে। তার বাসা সদর উপজেলার কালিপুর এলাকায়। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে কালিহাতী উপজেলায় সোনালী ব্যাংক অফিসের দুইজন ব্যাংক কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। এছাড়া সখীপুর উপজেলার নির্বাহী অফিসারের স্বামীও করোনায় আক্রান্ত হয়েছেন।