কুষ্টিয়া প্রতিবেদকঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলার তেবাড়িয়া রেলগেট সংলগ্ন এলাকায় ৩ বছর ৭ মাষের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া যায় । শুক্রবার ৩ জুলাই আনুমানিক দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটায়। পরিবারের সুত্র জানা যায় শুক্রবার জুম্মার নামাজের সময় শিশুটি বাসার খেলছিল । এ সময় ইব্রাহিম বিশ্বাস (৭০) শিশুটি কে চকলেটের কথা বলে ডেকে নিয়ে বাড়ির সামনে থেমে থাকা সিএনজি গাড়িতে ধর্ষণ করার চেষ্টা চালায়। সেই সময় শিশুটি মা শিশুটিকে না পেয়ে খোজা খুঁজি করতে থাকে । শিশুটি মায়ের ডাকে সাড়া দেয়। এই সময় ইব্রাহিম কে শিশুটি মা দেখে সিএনজির ভেতরে। এবং শিশুটির পরনে থাকা প্যান্টটি খুলা। শিশুটির মাকে দেখে সঙ্গে সঙ্গে ইব্রাহিম পালিয়ে যায়। সরজমিনে গিয়ে ইব্রাহিম সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসী জানান এলাকায় ছোট ছোট মেয়েদের টাকা ও চকলেট দেওয়ায় কথা বলে যৌন হয়রানি করার অভিযোগ করেন অনেকেই। সে সময় ইব্রাহিমের বাড়িতে গিয়ে দেখা যায় তারা সপরিবারে আত্মগোপন করেছে বাড়িতে তালা। এই বিষয়ে ৪ জুলাই আনুমানিক রাত্রি ১০ দিকে থানার মামলা দায়ের করা হয় মামলা নং ৫ এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে ০৮/০৭/২০২০ সকাল ৮:৩০ মিনিটে দিকে বাটিকামারা থেকে পালিয়ে যাওয়ার সময় গোপন খবর পেয়ে এস আই কামাল সাহসী কতার সাথে আসামি ইব্রাহিমকে (৭০) গ্রেপ্তার করে জেলা আদালত চালান করেন। এ সময় শিশুটির পরিবার কুমারখালী থানা পুলিশের সুনাম করে বলেন আসামির কঠিন বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।