জাগো দেশ প্রতিবেদকঃ বিয়ের প্রলোভনে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের মামলায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর স্বজন। পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, মিরপুর-১২ নম্বর সেকশনের সিরামিক এলাকায় পরিবারের সঙ্গে থাকেন ভুক্তভোগী কিশোরী। তিনি স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়েন। মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন আপন। পরে বিয়ে না করে টালবাহানা করে সময় পার করতে থাকায় ভুক্তভোগীর বোন তার বিরুদ্ধে মামলা করেন।