চট্রগ্রাম প্রতিবেদকঃ চট্টগ্রামের লোহাগাড়া থেকে চুরি হওয়া ট্রাক পিরোজপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে শরীফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে লোহাগাড়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ওসি জাকের হোসাইন মাহমুদ এ তথ্য জানান। গ্রেফতার শরীফুল খাগড়াছড়ির রামগড় পৌরসভার ইসলামপুর এলাকার রহিম উল্লাহর ছেলে। ওসি জাকের জানান, ২৯ জুন রাতে লোহাগাড়া সদরের পুরাতন থানা এলাকা থেকে ট্রাকটি চুরি হয়। পরদিন লোহাগাড়া থানায় মামলা করেন ট্রাকের মালিক মিজানুর রহমান। এরপর রোববার রাতে চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে শরীফুলকে গ্রেফতার করা হয়। ওসি আরো জানান, জিজ্ঞাসাবাদে শরীফুল চুরির ঘটনা স্বীকার করেন। পরে তার দেয়া তথ্যমতে মঙ্গলবার রাতে পিরোজপুর সদর উপজেলার পানির ট্যাংকি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়।