নওগাঁ প্রতিবেদকঃ নওগাঁর ধামইরহাটে ফাঁস দিয়ে সিদরাতুল মুনতাহা নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার মালাহার গ্রামে এ ঘটনা ঘটে। সিদরাতুল মুনতাহা গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে এবং চলতি বছরে সফিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে সিদরাতুল মুনতাহা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা টের পেয়ে ঘরের দরজা ভেঙে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক সিদরাতুল মুনতাহাকে মৃত ঘোষণা করে। তবে কি কারণে সে আত্মহত্যা করল জানে না পরিবার। ওসি আবদুল মমিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আত্মহত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।