নাটোর প্রতিনিধি: বঙ্গবন্ধু ছাত্র পরিষদ বনপাড়া শহর শাখার আংশিক কমিটি গঠন হওয়ায় কমিটির পক্ষ থেকে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কমিটির সদস্যবৃন্দ। আজ বুধবার (৮জুন) সকালে পৌর মেয়র এর কার্যালয় এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত ২৪ জুন আরফিন আক্তার অন্তি কে সভাপতি ও ইসতিয়াক বিন সিরাজ কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির ঘোষণা করা হয়। পৌর মেয়র কে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি আরফিন আক্তার অন্তি, সাধারণ সম্পাদক ইশতিয়াক বিন সিরাজ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নাটোর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক স্মৃতি ইসরাত, পৌর মহিলা কমিশনার শিরিন সুলতানাসহ সদস্য বৃন্দ। পরে পৃথক একটি কর্মসূচিতে বড়াইগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা কেউ ফুলের শুভেচ্ছা জানানো হয়।