বুলবুল আহম্মেদ, শেরপুর: শেরপুরে আলোচিত কৃষক দুদু মন্ডল হত্যা মামলার দীর্ঘদিন পলাতক থাকা এজহারভুক্ত নূতন করে আরো ৫ জনকে গ্রেফতার করছে শেরপুর জেলা সিআইডি।৮ জুলাই বুধবার ভোররাতে জেলার অন্তর্গত নকলা উপজেলাধীন গণপদ্দী এলাকা থেকে নকলা থানা পুলিশের বিশেষ সহযোগিতায় ওই এজহার নামীয় ৫ জনকে গ্রেফতার করে শেরপুর জেলা সি আইডি। এনিয়ে মোট গ্রেফতার হলো ১৩ জন। এদের মধ্যে দুইজন জামিনে থাকলেও গ্রেফতার হয়নি আরো তিনজন। সিআইডি বলছেেন খুব শ্রীগই তাদের গ্রেফতারের আওতায় নিয়ে আসা হবে।
এক গোপন সংবাদের ভিত্তিতে জেলা সি আইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার খন্দকার ছাইদ আহম্মদ এর নির্দেশে উপ- পুলিশ পরিদর্শক সজিব খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ নকলা উপজেলাধীন অভিযান পরিচালনা করে ওই হত্যা মামলার এজহার নামীয় ৫জনকে গ্রেফতার করে। তারা হলো, মো: লিটন মিয়া (৪০) রিপন মিয়া (৩৫) খোকন মিয়া (৩০) মিজান মিয়া (২২) বিল্লাল হোসেন (২০)। এব্যাপারে জেলা সি আইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার খন্দকার ছাইদ আহম্মদ জানান, শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকার কৃষক দুদু মন্ডল হত্যা মামলার এজাহারভুক্ত আসামীদের মধ্যে আমরা আরো ৫ জনকে গ্রেফতার করেছি এনিয়ে ১৩ জন গ্রেফতার হয়েছে এবং বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রেখেছে জেলা সিআইডি।