বিধান চন্দ্র রায়,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের ঘাটাইলে নতুন করে স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট সহ দুইজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। বুধবার (৮ জুলাই) সকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র এই তথ্য নিশ্চিত করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, ঘাটাইলে নতুন করে করোনা পজিটিভ হওয়া দুই জনের একজনের নাম আনোয়ার খান (৬৫)। তিনি ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের মাকরাই কুমারপাড়া এলাকার বাসিন্দা। তিনি টাঙ্গাইল সদর হাসপাতালে নমুনা দিয়ে ছিলেন। করোনা পজিটিভ হওয়া আরেকজনের নাম আমিনুল ইসলাম (৪৩)। তিনি পৌরসভার শ্যামলী এলাকার বাসিন্দা। তিনি ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ মমিনুল ইসলাম হিমেল বলেন, ঘাটাইলে ফার্মাসিস্ট সহ দুইজন করোনা ভাইরাস পজিটিভ আক্রান্তদের বাড়ী সহ এলাকা লকডাউন সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। এছাড়ও তিনি বলেন এখন পযর্ন্ত এ উপজেলায় মোট ৩১ জন করোনা আক্রান্ত হয়েছে, ইতোপূর্বে দুই জনের মৃত্যু হয়েছে, ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ১২ জন চিকিৎসাধীন আছে।