নিজস্ব প্রতিবেদকঃ যশোর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যশোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে তার নমুনা পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডা. মো. রেহেনেওয়াজ। জানা গেছে, এ পর্যন্ত যশোরে মোট করোনা শনাক্ত হয়েছেন ৭৪৪ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২৯৫ জন। মারা গেছেন ১৩ জন। জাহিদ হাসান টুকুন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। গলায় সামান্য ব্যথাও ছিল। এ জন্য রোববার নমুনা দেন। সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের ফলাফলে করোনা পজেটিভ এসেছে। অবশ্য সোমবার থেকে জ্বর নেই, ব্যথাও কমেছে। খাবারে অরুচি নেই, এখন বেশ সুস্থ বোধ করছেন। বর্তমানে তিনি শহরের নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে রয়েছেন। করোনাকাল শুরুর পর থেকেই তিনি একজন যোদ্ধা হিসেবে মাঠে-ময়দানে সরব উপস্থিত থাকতেন। তিনি জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।