তারিকুল ইসলাম, গাজীপুর প্রতিবেদক:গাজীপুরের কাপাসিয়ায় স্বাস্থ্যবিধি না মানা, অযথা ঘুরাঘুরি করা, মাস্ক না পড়ার কারণে ১৬ জন ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসত আরা। গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন, চাঁদপুর ইউনিয়নের কোট বাজালিয়া বাজার, চাঁদপুর বাজার, বরুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় যে সকল বিক্রেতা ও ক্রেতা মাস্ক পরিধান করেননি, বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করেছেন, তাদেরকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ১৬টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: ইসত আরা বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে করোনা বিষয়ক সচেনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষে বিনামুল্যে মাস্ক বিতরণ করেন।